এখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়
আচ্ছন্নভাব থাকলেও ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে দুপুরের মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে , তাঁর রক্তচাপ আপাতত নিয়ন্ত্রিত। ইতিমধ্যেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের রেনাল ফাংশন ঠিক করার জন্য প্রথম দফার ডায়ালিসিস হয়ে গিয়েছে। যার ফলে, ইউরিন আউটপুট খানিক হলেও বেড়েছে। আরও পড়ুনঃ আগামী ৮-১৫ জানুয়ারি কলকাতা চলচ্চিত্র উৎসবঃ মমতা ইউরিয়া ক্রিয়েটিনিন সামান্য ভাল বুধবারের তুলনায়। লিভার এবং অন্যান্য অঙ্গ আপাতত মোটের উপর কাজ করছে। এবার বিকেলে তাঁকে ফের দ্বিতীয় দফার ডায়ালিসিস দেওয়া হবে। তবে এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি । হিমোগ্লোবিন আরও কমে গিয়েছে আজ। সেই কারণে ফের আজ বৃহস্পতিবার ব্লাড ট্রান্সফিউশন সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।